আমি Tamrin Institute এর একজন নিয়মিত ছাত্রী। আল্লাহর অশেষ রহমতে Tamrin Institute এ প্রবেশ করে প্রভূত জ্ঞান লাভ করেছি।
শব্দে শব্দে কুরআন পড়ার মাধ্যমে অবিশ্বাস্য, পরিচ্ছন্ন ও বিশুদ্ধ উচ্চারণ ও বাচনভঙ্গিতে নিজেকে কুরআনের সাথে হারিয়ে ফেলার অনুভূতি লাভ করেছি।
তাই আসুন ইন শা' আল্লাহ আমরা সবাই Tamrin Institute এর ছায়াতলে এসে শব্দে শব্দে পূর্ণ কুরআন শিখে, আরবীতে কথা বলতে পারার প্রয়াসে অভিজ্ঞ উস্তাদের সান্নিধ্যে থেকে ও মহান আল্লাহকে দেখার লোভে তদুপরি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জান্নাতে প্রবেশ করার সুযোগ করে নেই।
এবং আমরা সবাই জান্নাত পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি।
আমি আছি অস্ট্রেলিয়ার সিডনিতে।ফেসবুকের মাধ্যমে আমি তামরিন ইনস্টিটিউট-এর খোঁজ পাই, তারপর খোঁজখবর নিয়ে যাচাই-বাছাই করে ভর্তি হয়েছি পূর্ণ কুরআন শিক্ষা ক্লাসে। এটি একটি এক বছরের কোর্স।
সরাসরি ক্লাস নিয়ে থাকেন প্রতিষ্ঠানের পরিচালক উস্তাদ শাহাদাত সাদমান ।
খুবই মিষ্টভাষী এই ওস্তাদ প্রতিটি আয়াতের অর্থসহ শব্দের অর্থ ভেঙ্গে ভেঙ্গে পড়ান। তার চমৎকার বাচনভঙ্গি জীবনঘনিষ্ঠ উদাহরণ ক্লাসটিকে প্রাণবন্ত করেছে।
আমার মত যারা প্রবাসে আছেন এবং কুরআন অর্থসহ বুঝতে খুবই আগ্রহী কিন্তু জানেন না কী করতে হবে । তারা নিশ্চিন্তে তামরিন ইনস্টিটিউট-এর এই ক্লাসে ভর্তি হতে পারেন ।
ক্লাস শেষে থাকছে বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর পর্ব। কাঙ্ক্ষিত প্রশ্নটি করে উত্তর নেয়ার সুযোগ পায় ক্লাসের প্রতিটি স্টুডেন্ট।
পরিশেষে, প্রতিষ্ঠানটির দীর্ঘায়ু কামনা করছি এবং ওস্তাদের সুস্থতা কামনা করছি। যাতে করে তার মাধ্যমে অনেকেই কুরআন বুঝার এই অনন্য সুযোগ পেয়ে যান।
আমি তামরিন ইনস্টিটিউটের কুরআন অনুধাবন ক্লাসের সাথে আছি দীর্ঘ ১ বছর ২ মাসের কাছাকাছি সময় ধরে। এ নিয়ে তামরিনের ৪টি কোর্সে অংশ নিয়েছি।
প্রথম যখন কুরআন ও সালাত অনুধাবন কোর্সটিতে ভর্তি হয়েছিলাম কোর্সের শেষের দিকে মনটা খুব খারাপ লাগছিল।
ভাবছিলাম এই হয়তো ওস্তাদ ও আমার সাথী ভাইবোনদের সাথে জার্নিটা শেষ। কিন্তু না আল্লাহ আবারও তামরিনে লেগে থাকার আরেকটি সুযোগ করে দিলেন।
দেখতে দেখতে পূর্ণ কুরআন অর্থসহ পড়ার চ্যালেঞ্জ কোর্সেরও শেষে চলে এসেছি। ওস্তাদ এতো সুন্দর করে বুঝান শুনতেই মন চায়।
ওস্তাদ অনেক কষ্ট করে মিশর কায়রো থেকে মধ্যরাতে আমাদের ক্লাস নেন। ওস্তাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ ওস্তাদের ধৈর্য্য শক্তি আরো বাড়িয়ে দিন। ওস্তাদের জীবনে উত্তম বারাকাহ দান করুক।
আর দিন দিন আমাদের দীনি ভাইবোনদের সংখ্যা আরো বাড়িয়ে দিন এবং সবার জার্নি ফলপ্রসূ হোক।
আমি চাই ইন শা' আল্লাহ যতদিন তামরিন কুরআনিক চ্যালেঞ্জ থাকবে আমার জার্নিটাও যেন ততদিন থাকে ।যদি বেঁচে থাকি।
আলহামদু লিল্লাহ, শব্দে শব্দে পূর্ণ কুরআন অনুধাবনের এ পথচলায় মহান আল্লাহপাক সুস্থতার সাথে প্রতিটি ক্লাসে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন।
কুরআনিক চ্যালেঞ্জের ক্লাসে চমৎকার তেলাওয়াতের পাশাপাশি শব্দে শব্দে অর্থ এবং ওস্তাদ আয়াতের সঠিক মাকসাদ চমৎকারভাবে উপস্থাপন করে থাকেন। একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের কানেকশন কোথায় সেটাও দেখিয়ে দেন ওস্তাদ। প্রেক্ষাপট এবং আয়াতের প্রাসঙ্গিক তাফসিরও বাদ থাকে না।
এই বয়সে এসেও আমাকে এখন পরিবারের সবাই Student ডাকে। আমি এতে খুশি। কারণ একজন তালিবুল ইলমের গুরুত্ব আল্লাহর নিকট অনেক পছন্দের।
আল্লাহপাক তাঁর বিশেষ মেহেরবাণীতে আমাদের শেষ পর্যন্ত এই পথচলায় শামিল রাখুন এবং ভর্তিকৃত ভাই বোনদের সরাসরি ক্লাসে উপস্থিত থেকে উস্তাদের পক্ষ থেকে দেওয়া বিশেষ সুযোগ প্রশ্ন-উত্তরের মাধ্যমে নিজেদের জ্ঞানসীমা বাড়ানোর তৌফিক দিন।
কুরআনের অমীয় সুধা আমায় দান করো ওগো রব!
মহান আল্লাহ এই মহিমান্বিত কুরআনের সফরসঙ্গী হওয়ার তাওফিক আমাকে দান করেছেন, আলহামদু লিল্লাহ। সেজন্য এর উদ্যোক্তা আমাদের উসতাযকে আল্লাহ তায়ালা নিশ্চয়ই উত্তম বিনিময় দান করবেন।
প্রতিদিন ফজরের পর, বরকতময়ী সময়ে, আমাদের এই বরকতময় দারস শুরু হয়। উসতায মধুর সুরে কুরআন তেলাওয়াত করেন এবং সূক্ষ্মভাবে শাব্দিক অনুবাদ করেন। তিনি আন্তরিকতার সাথে আমাদের কুরআনের বাণী বুঝিয়ে দেন।
ধীরে ধীরে কুরআনকে আমি ভয় পেতে শুরু করেছি। কারণ, এখানে শুধুমাত্র মুমিনদেরকে সুসংবাদ দেওয়ার কথাই বলা হয়নি, অমান্যকারীদের কঠোর শাস্তির কথাও বলা হয়েছে। তাই, মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, "তিনি যেন আমাদের কুরআনের সঠিক ইলম দান করেন এবং পরিপূর্ণ মুসলিম হিসেবে কবুল করেন। আমাদেরকে পূর্ণ কুরআন অর্থসহ পড়ার চ্যালেঞ্জে শেষ পর্যন্ত লেগে থাকার তাওফিক দেন। সম্মানিত উসতাযকে এবং আমাদেরকে দুনিয়া ও আখেরাতের জন্য কবুল করেন।" (আমিন)